সাবেক এমপি মেরাজ মোল্লাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হলো ঢাকায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ০৩ মে ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

তাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (৩ মে) বিকেলে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজশাহী থেকে ঢাকায় নেয়া হয়েছে।

৭৫ বছর বয়সী রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার গত ২৮ এপ্রিল কোভিড-১৯ শনাক্ত হয়। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে একটি কেবিনে এবং পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছিল।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আবদুল ওয়াদুদ দারা বলেন, ‘মেরাজ উদ্দিন মোল্লার শারীরিক অবস্থা খুবই খারাপ। দুদিন আগে তার অবস্থা আরও খারাপ ছিল। তার অক্সিজেন সংকট দেখা দিচ্ছে। সবসময় অক্সিজেন দিতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় মেরাজ মোল্লাকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা চলবে। তার সুস্থতার জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি।’

ফয়সাল আহমেদ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।