২০০ ইমাম পেলেন প্রধানমন্ত্রীর উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ০৫ মে ২০২১

নারায়ণগঞ্জের ২০০ ইমাম পেলেন প্রধানমন্ত্রীর উপহার। তাদের হাতে এ উপহার তুলে দেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

বুধবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে ইমামদের হাতে প্রধানমন্ত্রীর এ উপহার তুলে দেয়া হয়।

jagonews24

প্রধানমন্ত্রীর উপহার দেয়ার আগে জেলা প্রশাসক ইমামদের ঈদের নামাজ পালনের সরকারি নির্দেশনাগুলো মেনে চলার জন্য অনুরোধ করেন এবং জঙ্গিবাদ দমনে জোরালো ভূমিকা রাখার প্রত্যাশা করেন।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, করোনায় সরকারের পক্ষ থেকে কর্মহীনসহ সব পেশার লোকদের সহায়তার আওতায় আনতে এবার ইমামদের সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জের ২০০ ইমামকে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ ১০ কেজি চাল, আটা, চিনি, তেল, লবণ, আলু ও ডাল প্রদান করা হয়।

মো. শাহাদাত হোসেন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।