ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না রায়হানের
ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. রায়হান (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় নিহতের বড়ভাই ইমরান আলীও গুরুতর আহত হয়।
শনিবার (৮ মে) বিকেল ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার রেউই স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র রায়হান সাতক্ষীরা সদর উপজেলার হওয়ালাখালী গ্রামের লিয়াকত আলীর ছেলে। আহত ইমরান আলীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ইমরান আলী তার ছোট ভাই রায়হানকে নিয়ে মোটরসাইকেলে সাতক্ষীরা শহরে ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন। বাজার শেষে বাড়ি ফেরার পথে রেউই স্কুলের সামনে পৌঁছালে হঠাৎ করে তাদের মোটরসাইকেলের সামনে এক শিশু চলে আসে। শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার ওপর উল্টে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় রায়হান। গুরুতর আহত হয় তার বড়ভাই মোটরসাইকেলের চালক ইমরান আলী।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনস্থল পরিদর্শন করেছে।
আহসানুর রহমান রাজীব/এএএইচ