ফেসবুকের কল্যাণে শিশুটি খুঁজে পেল পরিবার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:৫৮ পিএম, ০৮ মে ২০২১

ফেসবুকের কল্যাণে মো. হামিম নামে সাত বছরের সেই শিশুটি তার পরিবারের সদস্যদের খুঁজে পেয়েছে।

শনিবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান হামিমকে তার মায়ের কাছে হস্তান্তর করেন। শিশুটিকে ভারসাম্যহীনভাবে পেয়ে থানায় হস্তান্তর করা ব্যক্তিও এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (৭ মে) রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় হামিমকে ভারসাম্যহীন অবস্থায় দেখতে পেয়ে ছফিউল্লাহ নামের একজন ব্যক্তি তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে।

শিশুটি বাবা-মা এবং নিজের নাম বলতে পারলেও বাড়ির ঠিকানা বলতে পারছিল না। এ নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পরে হামিমকে নিয়ে দেশের শীর্ষ স্থানীয় অনলাইন পোর্টাল জাগো নিউজ বাড়ির ঠিকানা জানে না শিশুটি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

ফেসবুকের মাধ্যমে প্রতিবেদন দেখে শিশুটির মা সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসারের নাম্বারে যোগাযোগ করেন। এজন্য সিদ্ধিরগঞ্জ থানা থেকে আরেকটি বিজ্ঞপ্তি পাঠিয়ে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানানো হয়েছে।

এতে বলা হয়েছে , আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশাকরি এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন। সবার প্রতি ভালোবাসা অবিরাম।

এস কে শাওন/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।