যাত্রীদের ভিড় বাড়ছে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড় বাড়ছে। সোমবার (১০ মে) সকাল থেকে শিমুলিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতেই যাত্রীদের ভিড় দেখা গেছে।
ঘাটে অতিরিক্ত যাত্রীদের চাপে ফেরিগুলোতে অ্যাম্বুলেন্সসহ জরুরি গাড়ি পারাপারে বিলম্ব হচ্ছে। ঘাটে যাত্রীর সঙ্গে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। ঘাটে আটকে থাকা বিভিন্ন ধরনের পচনশীল পণ্য নষ্ট হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ঘাট সূত্র জানায়, কোনো বিধিনিষেধ মানতে চাইছেন না দক্ষিণাঞ্চলের যাত্রীরা। সোমবার সকাল থেকে এ পর্যন্ত বাংলাবাজার ঘাট থেকে তিন-চারটি ফেরি অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন নিয়ে পার হয়েছে। যাত্রীদের চাপে জরুরি যানবাহন তোলা পুলিশ ও বিআইডব্লিউটিসিকে বেগ পেতে হয়েছে।
এদিকে শিমুলিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিই ছিল যাত্রীতে ভরপুর। ঢাকা থেকে বিভিন্ন উপায়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বাংলাবাজার ঘাটে এসে দক্ষিণাঞ্চলের যাত্রীরা পড়েন ভোগান্তিতে।
আরএইচ/এমএস