সুন্দরবন রক্ষায় পুরস্কার ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১১:২৭ পিএম, ১০ মে ২০২১

সম্প্রতি গহীন সুন্দরবনসহ প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্যে চোরা শিকারীরা বেপরোয়া হয়ে ওঠেছে। তারা বনের ভেতর অনুপ্রবেশ করে সুন্দরবনের জীব বৈচিত্র্য ধংস করে আসছে। এসব চোরা শিকারিদের ধরতে করতে পুরস্কার ঘোষণা করেছে বন বিভাগ।

সোমবার বন বিভাগের পক্ষ থেকে মাইকিং করে এ ঘোষণা দেয়া হয়। পশ্চিম সুন্দরবন খুলনার বনবিভাগের পক্ষ থেকে সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবনের প্রাণী হত্যাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন, কদম তলা স্টেশন, কৈখালী স্টেশন থেকে এক যোগে বনবিভাগ ও সিপি জির সদস্যরা মাইকিং, লিপলেট ও হ্যান্ডবিলের মধ্য দিয়ে এ প্রচারণা চালায়।

সরকারে পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সরকারি প্রজ্ঞাপনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, কোনো ব্যক্তি বনের ভেতরে রয়েল বেঙ্গল টাইগার হত্যাকারীকে ঘটনাস্থলে ধরিয়ে দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা অথবা হত্যাকারীর সন্ধান দিতে পারলে ২৫ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

এছাড়া কুমিরের ক্ষেত্রে বনের ভিতরে ধরিয়ে দিতে পারলে ৩০ হাজার টাকা। বনের বাইরে সন্ধান দিতে পারলে ১৫ হাজার টাকা।

হরিণের ক্ষেত্রে ঘটনাস্থলে ধরিয়ে দিতে পারলে ২০ টাকা, ও বনের বাইরে তথ্যদাতাকে ১০ হাজার টাকা। পাখি ও অন্যান্য বন্যপ্রাণীর ক্ষেত্রে বনের ভেতরে ১০ ও বনের বাইরে তথ্যদাতাকে ৮ হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হবে। এসকল অপরাধীদের ধরিয়ে দিতে সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনে যোগাযোগ করতে হবে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের এসিএফ এম এ হাসান বলেন, বনের অভ্যন্তরে অপরাধীদের ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে বিষয়টি জানানোর জন্য প্রচার শুরু করেছি। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

সুন্দরবন আমাদের প্রাকৃতিক সম্পদ সুন্দরবনকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেক সচেতন নাগরিকের রাষ্ট্রের স্বার্থে বনবিভাগকে তথ্য দিয়ে সুন্দরবনসহ বনের প্রাণীকূল রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আহসানুর রহমান রাজীব/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।