ঝড়ে পন্টুনের তার ছিঁড়ে নদীতে যাত্রীবাহী মাইক্রোবাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১১ মে ২০২১

রাজবাড়ী গোয়ালন্দে ঝড়ের কবলে পড়ে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের তার ছিঁড়ে যাত্রীসহ নদীতে পড়ে যায় একটি মাইক্রোবাস।

মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মাইক্রোবাসটিতে কতজন যাত্রী ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন জানান, ঝড়ের কারণে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের তার ছিঁড়ে একটি মাইক্রোবাস নদীতে পড়ে যায়। গাড়িটিতে কতজন যাত্রী ছিল, তা নিশ্চিত হতে পারেননি।

ইউএনও আরও জানান, খবর পাওয়ার পর থেকেই তিনি ঘটনাস্থলে আছেন। ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

রুবেলুর রহমান/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।