সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্র নিহত
সাতক্ষীরার তালায় মোটরসাইকেলের ধাক্কায় প্রান্ত দাস (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।
শুক্রবার (১৪ মে) দুপুরে তালা উপজেলার বালিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রান্ত দাশ বালিয়া গ্রামে রঞ্জন দাশের ছেলে।
শালিখা ডিগ্রি কলেজের প্রভাষক এস.আর. আওয়াল জানান, শুক্রবার বেলা ১টার দিকে প্রান্ত বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে তালা-শালিখা সড়কের উপর আসামাত্র কয়রাগামী দ্রুতগামী মোটরসাইকেল চালক মোস্তাক তাকে ধাক্কা দেয়। এতে প্রান্ত গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রান্ত মারা যায়।
খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু জানান, প্রান্ত দাশ শালিখা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে সাতক্ষীরায় অনার্সে অধ্যয়নরত ছিল।
তিনি আরও জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোস্তাক গুরুতর আহত হয়ে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহসানুর রহমান রাজীব/জেডএইচ/