কোয়ারেন্টাইনে ১৪২ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ১১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১১:১১ পিএম, ১৮ মে ২০২১

সাতক্ষীরার তিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত ৩০০ বাংলাদেশির মধ্যে ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন করোনা পজিটিভ বলে জানা গেছে।

তারা সকলে ৭ মে ভারত থেকে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন। যশোরের কোয়ারেন্টাইন সেন্টারে জায়গা না থাকায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তাদের সাতক্ষীরার তিনটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।

কয়েকদিন আগে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়।

মঙ্গলবার (১৮মে) ১১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, ১৪২ নাগরিকের নমুনা পরীক্ষা করে ১১ জন পজিটিভ শনাক্ত হয়েছে। তাদেরকে বিশেষ ব্যবস্থায় চিকিৎসার জন্য মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে পাঠানো হবে।

আহসানুর রহমান রাজীব/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।