পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই বন্ধুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১৯ মে ২০২১
প্রতীকী ছবি

পদ্মা নদীতে গোসলে নেমে দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১৯ মে) লৌহজং উপজেলার কলমা ও মশদগাঁও এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মশদগাঁও এলাকার সেবুন বেপারীর ছেলে মাহিম বেপারী (২০) ও টিপু খন্দকারের ছেলে সীমান্ত (১৮)। অপরজন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার আব্দুর গফুরের ছেলে আব্দুল কাদের (২৫)। এ ঘটনায় মরিময় (৭) নামের এক শিশু নিখোঁজ রয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুপুরে তিন বন্ধু একান্ত, মাহিম ও সীমান্ত পদ্মা নদীর উপজেলার দক্ষিণ মশদগাঁও অংশ দিয়ে গোসলে নামেন। এসময় প্রবল স্রোতে তারা ভেসে গেলে জেলেরা একান্তকে উদ্ধার করতে সক্ষম হন। তবে মাহিম ও সীমান্ত পানিতে তলিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা খোঁজাখুঁজি করে বিকেল ৪টার দিকে উপজেলার বেজগাঁও এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন।

একইদিন উপজেলার কলমা এলাকায় পদ্মা নদীতে গোসলে নামেন আব্দুল কাদেরসহ কয়েকজন। স্রোতে শিশু মরিয়ম ডুবে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করেন আব্দুল কাদের। এসময় তিনিও তলিয়ে যান। সন্ধ্যায় কাদেরের মরদেহ উদ্ধার করা গেলেও মরিয়ম নিখোঁজ রয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম আজাদ বলেন, পানিতে ডুবে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবুরিরা নিখোঁজ মরিয়মকে উদ্ধারের চেষ্টা করছেন।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।