করোনায় মারা গেলেন যশোর পুলিশ লাইন স্কুলের শিক্ষক দিলীপ কুমার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০১:৫৬ এএম, ২০ মে ২০২১

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত শিক্ষক দিলীপ কুমার সাধু (৬৬) মারা গেছেন। বুধবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহম্মেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে রেড জোনে মোট ১৩ জন করোনা রোগীর মৃত্যু হলো। দিলীপ কুমার সাধু যশোর পুলিশ লাইন এলাকার মৃত নিরাপদ সাধুর ছেলে ও পুলিশ লাইন স্কুলের শিক্ষক ছিলেন।

ডা. আরিফ আহম্মেদ জানান, দিলীপ কুমার সাধু বাড়িতে জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। পরিবারের লোকজন তার করোনা পরীক্ষার করে। রিপোর্ট আসার আগে ১৭ মে হাসপাতালের ইয়েলো জোনে তাকে ভর্তি করান। পরে মঙ্গলবার (১৮ মে) রিপোর্ট পজেটিভ এলে চিকিৎসকরা তাকে হাসপাতালের রেড জোনে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার তার মৃত্যু হয়।

মিলন রহমান/এএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।