মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২০ মে ২০২১

মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় অমি কাজী (২১) ও আজমল হোসেন শায়র (১৮) নামের দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মুক্তারপুর সেতুতে এ দুঘটনা ঘটে।

নিহত অমি মুন্সিগঞ্জ সদর উপজেলার ভিটি হোগলা এলাকার আলমাস কাজীর ছেলে ও শায়র নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকার আসলাম কাজীর ছেলে। সম্পর্কে তারা দুজন খালাতো ভাই।

jagonews24

পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, দুপুরে মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে আসছিলেন অমি ও শায়র। তারা মুক্তারপুর সেতুতে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর বাম পাশের ফুটপাথ অংশের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই শায়র নিহত হন। চালক অমিকে গুরুতর আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ সদর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) মো. বজলুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুজনের লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।