র‌্যাব-১১ নতুন অধিনায়ক তানভীর পাশা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২৩ মে ২০২১

র‌্যাব-১১ এর নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।

রোববার (২৩ মে) দুপুর আড়াইটায় সদ্য সাবেক অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলমের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় র‌্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, বিদায়ী অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম র‌্যাব-২ এর অধিনায়ক হিসেবে বদলি হয়েছেন।

উল্লেখ্য, লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা র‌্যাবে যোগদানের আগে বাংলাদেশ সেনাবাহিনী, ৬ বীর-এর অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন ছাড়াও কুয়েতে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এস কে শাওন/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।