নারায়ণগঞ্জে তিন হাজার লিটার চোরাই ডিজেলসহ যুবক আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:২০ পিএম, ২৪ মে ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় পৃথক অভিযান চালিয়ে তিন হাজার ৩৬০ লিটার চোরাই ডিজেলসহ মো. জাকির হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

সোমবার (২৪ মে) দুপুর আড়াইটায় র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এসময় একটি মিনি কাভার্ডভ্যান ও একটি পিকআপ জব্দ করা হয়।

jagonews24

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৩ মে) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ও সকাল ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় র‌্যাব। এসময় চোরাই ডিজেলসহ মো. জাকির হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. জাকির হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে জ্বালানী তেল সংগ্রহ করে তা বিক্রি করতেন বলেন স্বীকার করেন। মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হবে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এস কে শাওন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।