মুন্সিগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৪ মে ২০২১

মুন্সিগঞ্জে সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৪মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের ষোলারচর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন-রোমান (১২), রিংকু (২২), ইকরাম (২৩), জব্বার (২৮)। এছাড়া সংঘর্ষে সম্রাট (৩২), রায়হান (২৫), মিলন (২০), রানাসহ (২৩) ১০ জন আহত হন।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ শিশু রোমানকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার আধারা ইউনিয়নের ষোলারচর গ্রামে গত কয়েক বছর ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এরমধ্যে একটি গ্রুপের নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মেম্বার। অপর গ্রুপের নেতৃত্ব দেন আধারা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলী হোসেন সরকার ও ওয়ার্ড মেম্বার মজিবুর ভূঁইয়া। এই দুইটি গ্রুপ কয়েক দিন পরপর সংঘর্ষে লিপ্ত হয়। রোববার (২৩ মে) রাতে আলী হোসেনের গ্রুপ সুরুজ মেম্বারের লোকজনদের গ্রাম ছাড়া করে। পরে সোমবার সকালে সুরুজ মেম্বারের গ্রুপ আলী হোসেন সরকারের বাডিতে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এসময় দুই গ্রুপের সংঘর্ষ লাগলে উভয় পক্ষের লোকজন গুলিবিদ্ধ ও আহত হন।

এ ব্যাপারে সদর থানার ওসি (অপারেশন) শেখ আবু হানিফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে চিরুনি অভিযান চলছে।।

আরাফাত রায়হান সাকিব/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।