তিন এলাকাবাসীকে বঞ্চিত করে ‘গুরুত্বহীন স্থানে’ বসছে নাসিকের পাম্প

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২৬ মে ২০২১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের এনায়েতনগর, আইলপাড়া ও তাঁতখানা এলাকায় প্রায় ২২ হাজার মানুষের বসবাস। এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে পানি সংকট চলছে। মানুষের ভোগান্তি দূর করতে একটি পানির পাম্প বসানোর জন্য অর্থ বরাদ্দ দিয়েছে নাসিক। কিন্তু এ পাম্পটি ওই তিন এলাকায় না বসিয়ে বসানো হচ্ছে একই ওয়ার্ডের ধনকুন্ডা এলাকায়। ওই এলাকায় একটি পানির পাম্প আগে থেকেই রয়েছে। এ নিয়ে পুরো ৮নং ওয়ার্ড এলাকার জনসাধারণদের মাঝে চলছে নানা আলোচনা- সমালোচনা।

সরেজমিন গিয়ে দেখা যায়, ধনকুন্ডা এলাকায় পাম্প স্থাপনের কাজ শুরু করেছে নাসিক। যে স্থানে নতুন পানির পাম্প বসানো হচ্ছে তার থেকে ৩০০ মিটার দূরত্বে আরেকটি সচল পাম্প রয়েছে।

jagonews24

এনায়েতনগর এলাকার বাসিন্দা শরীফ আহমেদ জাগো নিউজকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা পানির সমস্যা ভোগ করছি। এই এলাকায় পানির পাম্প না বসালে আমাদের ভোগান্তি দূর হবে বলে মনে হয় না।’

তিনি আরও জানান, পাঠানটুলি কবরস্থানের পাশে একটি পাম্প আছে। কিন্তু সেটা বেশিরভাগ সময়ই নষ্ট থাকে।

আইলপাড়া এলাকার নাজমা বেগম জানান, খাবার পানি ও গোসলের পানির জন্য তাদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেশিরভাগ সময় তাদের খাবার পানি কিনে খেতে হয়।

jagonews24

পানির জন্য হাহাকার ওই তিনি এলাকায় পাম্প না বসিয়ে একই এলাকায় দুই পাম্প বসানোর বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী জাগো নিউজকে বলেন, ‘পাম্প কোনো নির্দিষ্ট এলাকার জন্য নয়। এটা পুরো ৮নং ওয়ার্ডের জন্য দেয়া হয়েছে। যেখানে পাম্প স্থাপন করা হবে, সেটা নাসিকের নিজস্ব জায়গা।’

এ বিষয়ে কথা বলতে চাইলে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার ফোন বন্ধ পাওয়া যায়।

এস কে শাওন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।