র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:১২ পিএম, ২৭ মে ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি চাকু, একটি লোহার দণ্ড ও একটি বৈদ্যুতিক তার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টায় র‌্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গ্রেফতাররা হলো, মো. উজ্জ্বল হোসেন (১৯), মো. রনি (১৯), মো. ইমন হোসেন (১৮), মো. কালাম হোসেন (১৯) ও মো. আলমগীর হোসেন (১৯)। বাকি তিনজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় বিজ্ঞপ্তিতে তাদের নাম ও ছবি প্রকাশ করা হয়নি।

এর আগে বুধবার (২৬ মে) রাত রাত ১টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের মৌচাক এবং বৃহস্পতিবার (২৭ মে) ভোর ৫টায় সিদ্ধিরগঞ্জের ধনু হাজি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার কিশোর গ্যাংয়ের সদস্যরা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী ও ছিনতাই করতো। তারা বেশ কিছুদিন ধরে পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। এছাড়াও সাধারণ জনগণের সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল, নারীদের ভ্যানিটি ব্যাগে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নিত।

এদিকে আসামিদের বিরুদ্ধে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এস কে শাওন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।