ফতুল্লায় ৬০ গার্মেন্ট শ্রমিকের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৭ মে ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাসেল নামে একটি রফতানিমুখী পোষাক কারখানায় হামলা, ভাংচুর, মারধর ও চুরির অভিযোগে ৬০ শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে মালিক পক্ষ।

ঘটনার পাঁচদিন পর বৃহস্পতিবার (২৭ মে) গার্মেন্টের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ এবং ২৫ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলাটি করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকায় অবস্থিত রাসেল গার্মেন্টে ২৩ মে ভাতার টাকার জন্য শ্রমিকরা বিক্ষোভ করেন। মালিক পক্ষের দাবি ওই সময় কারখানার কয়েকজনকে মারধর করে ব্যাপক ভাংচুর চালায় শ্রমিকরা। তখন কারখানা থেকে কয়েকটি ল্যাপটপ চুরি এবং বাদির পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

শাহাদাত হোসেন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।