১০ মিনিটের ব্যবধানে মারা গেলেন দুই করোনা রোগী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ২৭ মে ২০২১
ফাইল ছবি

খুলনায় মাত্র ১০ মিনিটের ব্যবধানে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদিকে করোনা আক্রান্ত হয়ে ভারতফেরত ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতরা হলেন- বাগেরহাট সদরের মারুফুর রহমান (৯৫) এবং কচুয়ার আকতার হোসেন (৬০)। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬২ জনের মৃত্যু হলো।

খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফুর রহমান (৯৫) মারা যান। তিনি বাগেরহাট সদরের চরগ্রামের মৃত আলীর ছেলে। সকালে করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর মাত্র ১০ মিনিট আগে বিকেল ৫টা ৫ মিনিটে করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটের কচুয়া উপজেলার মৃত সৈয়দ আহমেদের ছেলে আকতার হোসেন (৬০)। তিনি ১৯ মে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে মৃত্যুবরণ করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানান, করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন রোগী। এর মধ্যে রেডজোনে ৫২ জন, ইয়োলো জোনে ১৭ জন।

এছাড়া ভারতফেরত ১১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা কোয়ারেন্টিনে ছিলেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন রোগী। এর মধ্যে চারজন ভারতফেরত। আইসিইউতে রয়েছেন ৮ জন রোগী।

আলমগীর হান্নান/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।