স্কুল পরিষ্কার করতে বলায় প্রধান শিক্ষিকাকে দফতরির মারধর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২৭ মে ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল পরিষ্কার করতে বলায় প্রধান শিক্ষিকাকে মারধর করার অভিযোগ উঠেছে দফতরি মো. রকিব খানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে উপজেলার পাগলা থানার বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. রাকিব খান উপজেলার বারইহাটি গ্রামের মৃত অলাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, করোনভাইরাস পরিস্থিতির কারণে বিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে অ্যাসাইমেন্ট দিচ্ছেন ও সংগ্রহ করছেন। সকাল থেকেই এ কাজে ব্যস্ত ছিলেন প্রধান শিক্ষিকা নিলুফা খানমসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকরা। দুপুরের দিকে দফতরি রকিবকে ঝাড়ু দিয়ে বিদ্যালয় পরিষ্কার করতে বলেন প্রধান শিক্ষিকা। এতে রকিব কিছুটা ক্ষিপ্ত হলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রধান শিক্ষিকাকে কিল-ঘুষির পর খুন্তি দিয়ে মাথার আঘাত করেন রকিব।

এ বিষয়ে বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নিলুফা খানম বলেন, শিক্ষক নেতাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, এ ঘটনার লিখিত কোনো অভিযোগ পাইনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও দফতরি রকিব খানকে খুঁজে পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে গফরগাঁও সহকারী উপজেলা শিক্ষা অফিসার সবুজ মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে যতটুকু জানতে পেরেছি, প্রধান শিক্ষিকা ও রকিব আত্মীয়। আগের কোনো বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।