১৩ দিন ধরে নিখোঁজ মা-মেয়ে, থানায় জিডি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:১০ পিএম, ৩০ মে ২০২১

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরে ১৩ দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন আরতি বিশ্বাস (৪২) ও তার মেয়ে পরমা বিশ্বাসের (৯) সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

রোববার (৩০ মে) দুপুরে বালিয়াকান্দি থানায় ডায়রিটি করেন নিখোঁজের ছেলে দীপংকর বিশ্বাস। তারা জামালপুর ইউপির লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা।

দীপংকর বিশ্বাস জানান, চলতি বছরের ১৭ মে সকালে তার মা মানসিক রোগী আরতি বিশ্বাস ও ছোট বোন পরমা বিশ্বাস বাড়ির কাউকে কিছু না বলে বের হন। পরবর্তীতে বাড়ির আশপাশ ও নিকট আত্মীয় স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। তাদের সন্ধান চেয়ে বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়রি করেছেন।

রুবেলুর রহমান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।