করোনারোধে বেনাপোলে বিজিবির জনবল বৃদ্ধি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০৩ জুন ২০২১

যশোরের বেনাপোল ও শার্শা সীমান্তে জনবল বৃদ্ধি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। করোনা সংক্রমণ রোধে একশ এক কিলোমিটার সীমানাজুড়ে কঠোর নজরদারি শুরু করেছে বিজিবি সদস্যরা।

ভারতীয় ট্রাক চালকরা যাতে বন্দরের বাইরে যেতে না পারে সেজন্য বন্দর এলাকায় জনবল বৃদ্ধি ও ২৪ ঘণ্টা টহল দিচ্ছে যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা।

jagonews24

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা বলেন, বিজিবি সদস্যরা বন্দরসহ সীমান্তে চলাচলকারীদের মাস্ক ব্যবহারে সচেতন করছেন। অবৈধভাবে পারাপার বন্ধে সীমান্তজুড়ে বিজিবি সদস্য বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তের স্থল ও নৌপথে একাধিক টিম সার্বক্ষণিক টহল দিচ্ছে। প্রতিটি টহল টিমে আগের চেয়ে বিজিবি সদস্য সংখ্যা দুইগুণ বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত ঠেকাতে বিজিবির তল্লাশি চৌকি ও চেকপোস্টেও জনবল বাড়ানো হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্ট দেশে ছড়িয়ে পড়ার আশংকা থেকে বেনাপোল-শার্শার সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। এসব এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মো. জামাল হোসেন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।