রাজশাহীতে র‍্যাপিড টেস্টে ২৭ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৬ জুন ২০২১

রাজশাহীতে ভ্রাম্যমাণ ফ্রি করোনা টেস্ট (র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট) শুরু হয়েছে। এ পদ্ধতিতে ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানান রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার। র‍্যাপিড টেস্টে শনাক্তের হার ৯ দশমিক ৪৭ শতাংশ।

jagonews24

রোববার (৬ জুন) সকাল ১০টা থেকে রাজশাহী জেলা প্রশাসকের উদ্যোগে নগরীর পাঁচটি পয়েন্টে ভ্রাম্যমাণ করোনা টেস্ট ক্যাম্প বসিয়ে জনসাধারণের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়।

jagonews24

সিভিল সার্জনের দফতরের দেয়া তথ্য অনুযায়ী, রাজশাহী মহানগরীর সাহেব বাজারে ভ্রাম্যমাণ ক্যাম্পে ৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। এতে ছয়জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

jagonews24

এছাড়া হড়গ্রাম বাজারে ৩৩ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের, সিঅ্যান্ডবি মোড়ে ৫৪ জনের নমুনায় তিনজন, লক্ষ্মীপুর মোড়ে ৫০ জনের নমুনায় আটজন ও তালাইমারী মোড়ের ৬৪ জনের নমুনায় পাঁচজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সে তুলনায় সংক্রমণের দিক থেকে এগিয়ে নগরীর লক্ষ্মীপুর এলাকা।

jagonews24

এ বিষয়ে ডা. কাইয়ুম তালুকদার বলেন, ‘ভ্রাম্যমাণ ক্যাম্পে ফ্রি করোনা টেস্ট করতে জনগণের আগ্রহ রয়েছে। প্রাথমিকভাবে এক হাজার ২০০ জনের টেস্ট করার পরিকল্পনা আছে। আমাদের জনবল সঙ্কট রয়েছে। তাই আগামীতে এ কার্যক্রম চালিয়ে যাওয়া যাবে কি-না তা বলা সম্ভব হচ্ছে না। তবে এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো’।

ফয়সাল আহমেদ/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।