বাঘাইড়টির ওজন ২৫ কেজি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:১১ পিএম, ০৮ জুন ২০২১

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের অদূরের পদ্মা ও যুমনা নদীর মোহনায় ধরা পড়েছে ২৫ কেজি ওজনের এক বাঘাইড়।

মঙ্গলবার (৮ জুন) সকালে জেলে জাহিদ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি কাজী নজরুল ও মুসার আড়তে নিলামে তোলা হয়। সেখানে যৌথভাবে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১২শ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় কিনে নেন ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান, নুরু, সামছুল ও আজগর।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান জানান, দুপুরে ১৩৫০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৭৫০ টাকায় মাছটি বিক্রি করা হয়েছে। ঢাকার এক ব্যবসায়ী মাছটি নিয়েছেন।

রুবেলুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।