পারাবত এক্সপ্রেসে কাটা পড়ে তরুণের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১২ জুন ২০২১
ফাইল ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই ট্রেনে কাটা পড়ে দু’দিনে দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুন) সন্ধ্যায় ৭টায় ঢাকা-সিলেট রেল লাইনের শায়েস্তাগঞ্জ উপজেলার সেলামি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন সেলামি রেলক্রসিংয়ে পৌঁছালে অজ্ঞাতনামা ওই তরুণ (২০) ট্রেনের কাটা পড়ে মারা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আই সি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য, শুক্রবার (১১ জুন) উপজেলার লস্করপুর রেলগেটে পারাবত এক্সপ্রেসে কাটা পড়ে এক যুবক মারা যায়। ওই যুবকেরও পরিচয় জানা যায়নি।

কামরুজ্জামান আল রিয়াদ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।