খুলনা করোনা হাসপাতালে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৩ জুন ২০২১

খুলনা করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছে আরও ১৩ জনের।

রোববার (১৩ জুন) সকালে এতথ্য নিশ্চিত করেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুইজন করোনা আক্রান্ত হয়ে এবং দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনায় মৃতরা হলেন-যশোরের কেশবপুর এলাকার মৃত তোরাব আলী খানের ছেলে আব্দুল মজিদ খান এবং খুলনার ফুলতলা বেজের ডাংগা এলাকার মৃত সদম আলীর ছেলে কাজী জালাল উদ্দিন।

আলমগীর হান্নান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।