২২ বছর পর পুলিশের হাতে ধরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৩ জুন ২০২১

হবিগঞ্জের বানিয়াচংয়ে ২২ বছর পর একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সানা উল্লাহকে (৫০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১২ জুন) নরসিংদীর সাটিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের রহমত আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) আল আমিন বলেন, ১৯৯৯ সালে ভিডিও দেখা নিয়ে ওই গ্রামের আব্দুল হকের সঙ্গে সানা উল্লাহর মারামারি হয়। একপর্যায়ে তার আঘাতে আব্দুল হক মারা যান। ঘটনার পর থেকেই সানা উল্লাহ পলাতক ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এ খবর শুনে সানা উল্লাহ তার নাম পাল্টে সিলেটের এক ব্যক্তির আইডি কার্ড ব্যবহার করে নরসিংদী শহরে ব্যবসা করে সপরিবারে বসবাস শুরু করেন।

বিষয়টি পুলিশের নজরে এলে তিন মাস ধরে পুলিশ সুপারের নির্দেশে কললিষ্ট ও ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় সানা উল্লাহই এ মামলার সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘ ২২ বছর পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।