খুলনার করোনা হাসপাতালে ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১২:০২ পিএম, ১৬ জুন ২০২১
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় খুলনার করোনা হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। করোনা ও উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন ২০ জন।

বুধবার (১৬ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচজন করোনা আক্রান্ত হয়ে ও চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, বাগেরহাটের ফকিরহাটের গাজী মোজাফফর হোসেনের স্ত্রী মজিনা খাতুন (৫৫), বাগেরহাট মোড়লগঞ্জের চিংড়িখালি এলাকার আ. সালামের স্ত্রী ফারুক তালুকদার (৫৫), মোংলার আ. কাদেরের স্ত্রী মারুফা বেগম (৪০), খুলনার তেরোখাদার নাজির কাজীর স্ত্রী জুলেখা বেগম (৬৫) ও রামপালের মৃত শেখ ইশারাত আলীর ছেলে শেখ মোকছেদ আলী (৭০)।

এ নিয়ে খুলনার করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইয়োলো জোনে করোনা উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়।

এছাড়া হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৩৯ জন রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে রেডজোনে ৭০ জন, ইয়ালোজোনে ২১ জন, এইচডিইউতে ২৮ জন ও আইসিইউতে ২০ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।

আলমগীর হান্নান/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।