খুলনা করোনা হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:০৭ এএম, ১৯ জুন ২০২১
ফাইল ছবি

খুলনা করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আটজনের ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুমেকের পিসিআর মেশিনে ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।  

শনিবার (১৯ জুন) সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালের রেড জোনে আটজনের ও ইয়ালোজোনে তিনজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন, খুলনার রূপসার আবুল হোসেন (৬০), নগরীর লবনচরা এলাকার শাহজাহান (৪৯), যশোর কেশবপুরের মিজানুর রহমান (৫৮), কেশবপুরের আলেয়া (৬০), সাতক্ষীরার কলারোয়ার সাবদুল (৫১) ও আব্বাস গাজী(৬২), কালিগঞ্জের শেখ আইয়ুব আলী (৫৮) এবং পিরোজপুরের মঠবাড়িয়ার মিনারা বেগম (৫৫)। এছাড়া উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

এছাড়া হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৫৫ জন রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে রেডজোনে ৯৫ জন, ইয়ালোজোনে ২১ জন, এইচডিইউতে ২০ জন ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে প্রায় পৌনে দু’শ রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৭১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে খুলনার ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া বাগেরহাটে আটজন, যশোরে পাঁচজন, গোপালগঞ্জে তিনজন, সাতক্ষীরায় দুজন, নড়াইল, পিরোজপুর, ফরিদপুর ও মাগুরায় একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আলমগীর হান্নান/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।