দিনাজপুর সদরে লকডাউন বাড়ল আরও ৭ দিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:৩০ এএম, ২১ জুন ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় কঠোর লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে।

রোববার (২০ জুন) জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে এ সভা চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

সভায় দিনাজপুর সদর উপজেলায় চলমান কঠোর লকডাউন আরও সাত দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। গত ১৫ জুন থেকে শুরু হওয়া প্রথম ধাপের ‘কঠোর লকডাউন’ চলার কথা ছিল সোমবার দিবাগত রাত পর্যন্ত। তবে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কারণে লকডাউন চলবে আগামী ২৮ জুন পর্যন্ত।

jagonews

জরুরি সভায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নাদির হোসেন জানান, কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে একটি আরটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। গড়ে প্রতিদিন ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। অথচ দিনাজপুর জেলায় গড়ে প্রতিদিন ২০০ থেকে ৩০০ করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। প্রতি সপ্তাহে প্রায় এক হাজার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তাই কলেজে আরও একটি আরটি পিসিআর মেশিন স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে নতুন মেশিনে নমুনা পরীক্ষা করা হবে।

দিনাজপুরের জেলা প্রশাসক ও কমিটির সভাপতি খালেদ মোহাম্মদ জাকির সভাপতিত্বে এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নাদির আলী, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. বিকে বোস।

এমদাদুল হক মিলন/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।