রাজশাহীতে এক সপ্তাহ বাড়ল লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২৩ জুন ২০২১

অডিও শুনুন

রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। তৃতীয় দফার এ লকডাউন চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।

বুধবার (২৩ জুন) রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল জেলা শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনে লকডাউন বাড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মঙ্গলবার (২২ জুন) সিটি মেয়রসহ প্রশাসন ও স্বাস্থ্য অধিদফতরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জরুরি বৈঠক হয়। সে বৈঠকে রাজশাহীর করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় লকডাউনের পাশাপাশি উপজেলায় বিধিনিষেধ বাড়ানোরও সিদ্ধান্ত হয়।

এর আগে রাজশাহীতে করোনার সংক্রমণ ও মৃত্যু দফায় দফায় বাড়তে থাকায় গত ১১ জুন সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। এরপর গত ১৬ জুন সেটি আরেক সপ্তাহ বাড়িয়ে ২৪ জুন মধ্যরাত পর্যন্ত করা হয়। বুধবার আরেক দফা বাড়িয়ে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়।

ফয়সাল আহমেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।