ফরিদপুরে ভিন্নমাত্রার ‘ভেলা বাইচ’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:৫২ পিএম, ২৬ জুন ২০২১

ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হলো কলাগাছের তৈরি ব্যতিক্রমী ভেলার বাইচ প্রতিযোগিতা। শনিবার (২৬ জুন) বিকেলে উপজেলার বানা ইউনিয়নের আড়পাড়া গ্রামের মাইজপাড়া খালে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মাইজপাড়া খালের দুই পাড়ে ব্যতিক্রমী এই ভেলা বাইচের প্রতিযোগিতা দেখতে জড়ো হন আশপাশের এলাকার শিশু-কিশোরসহ সব বয়সের বিপুল সংখ্যক মানুষ।

jagonews24

আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, এলাকাবাসীর মধ্যে ভিন্নমাত্রার আনন্দ দিতে ব্যতিক্রমী এই বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৫টি ভেলা নিয়ে তিন দলে বিভক্ত হয়ে যান প্রতিযোগীরা। চূড়ান্ত পর্বে ৩০০ পয়েন্টের মধ্যে ২৯০ পয়েন্ট পেয়ে ভিকু শেখের ভেলা প্রথম হয়। ২৫০ পয়েন্ট পেয়ে ছিকু শেখ দ্বিতীয় ও ২০০ পয়েন্ট পেয়ে খাইরুল রহমান তৃতীয় হন।

প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে প্রথম বিজয়ীকে মোবাইল সেট ও বাকি দুই বিজয়ীকে পুরস্কার হিসেবে ট্রফি দেয়া হয়।

jagonews24

পল্টন থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ভেলা বাইচ প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা নাসিম রানা জানান, একসময় সারা বাংলায় জনপ্রিয় ছিল নৌকা বাইচ। কালের বিবর্তনে অনেকটাই এখন হারাতে বসেছে এই বাইচ। এখানকার বিলে ও খালে আগের মতো পানি নেই। কম পানিতে নৌকা বাইচের আয়োজন করা সম্ভব নয়। তাই এবারই এই খালে ব্যতিক্রমী ভিন্ন আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের ভিড় আমাদের মুগ্ধ করেছে। ভবিষ্যতে এই আয়োজন আরও বড় পরিসরে করা হবে।

এন কে বি নয়ন/এসআর/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।