লুকিয়ে বিয়ের আয়োজন, গ্র্যান্ড বাফেট রেস্তোরাঁকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৭:১১ পিএম, ২৭ জুন ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা মেনে সিলেটে বন্ধ রয়েছে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজনসহ গণজমায়েত। এ সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন চাইনিজ রেস্তোরাঁ, হল ও পার্টি সেন্টার স্বাস্থ্যবিধি অমান্য করে প্রতিনিয়ত লুকিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করছে।

রোববার (২৭ জুন) দুটি বিয়ের আয়োজন করে সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারস্থ গ্র্যান্ড বাফেট রেস্তোরাঁ। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে এ রেস্তোরাঁয় অভিযান চালিয়ে কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। পরে কনে ও বরপক্ষকে দ্রুত রেস্তোরাঁর হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়।

jagonews24

মো. মেজবাহ উদ্দিন বলেন, সিলেটে দিন দিন করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে। এর মাঝে করোনাকালীন বিধিনিষেধ অমান্য করে বিয়ে পার্টির আয়োজন গ্র্যান্ড বাফেট রেস্তোরাঁর কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। করোনাকালীন সরকারি স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ছামির মাহমুদ/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।