ভাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১১:৪৮ পিএম, ২৮ জুন ২০২১
প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় ডোবার পানিতে ডুবে রাতুল (৩) ও রিশামনি (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুন) বিকেলে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের খাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। রাতুল ও রিশামনি সম্পর্কে মামাতো ফুফাতো ভাই-বোন।

নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ফজলুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রোববার (২৭ জুন) সৌদি প্রবাসী শরীয়তপুর সদর উপজেলার দশরশি গ্রামের তফাজ্জল হোসেনের কন্যা রিশামনি তার মামা বাড়িতে বেড়াতে আসে। আজ বিকেলে সে তার মামাতো ভাই রাতুলকে নিয়ে বাড়ি সংলগ্ন বাগানে বসে খেলা করছিল।

এসময় অসাবধানতাবশত দুই জনই পাশের ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদেরকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে রাতে ডোবার পানিতে তাদেরকে ভাসমান অবস্থায় দেখতে পায়।

এসময় দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এন কে বি নয়ন/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।