ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মৃতদের মধ্যে একজন করোনায় ও তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। তারা সবাই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
মহিউদ্দিন খান মুন বলেন, করোনায় আক্রান্ত হয়ে গফরগাঁও উপজেলার আফাজউদ্দিন (৭৫) মারা যান। অন্যদিকে ফুলবাড়িয়ার মকবুল হোসেন (৫৫), ত্রিশালের নুর জামান (৭৮) ও টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার রিনা খাতুন (৪১) উপসর্গ নিয়ে মারা গেছেন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলের পিসিআর ল্যাবে ও অ্যান্টিজেন টেস্টে ৫৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জন করোনা শনাক্ত হয়েছেন।
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এমকেএইচ