রাজশাহীতে আরও ৩৬৩ জন করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৯ জুন ২০২১
ফাইল ছবি

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকালে সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলায় এক হাজার ৭১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরটিপিসিআর মেশিনে ৪৪৯ জনের নমুনা পরীক্ষায় ১৬৮ জস, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৭০ জনের নমুনা পরীক্ষায় ৫৪ জন, রাসিকের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৯৬০ জনের নমুনা পরীক্ষায় ১২৫ জন ও জিন এক্সপার্ট টেস্টে ৩৬ জনের নমুনা পরীক্ষায় ১৬ জন করোনায় শনাক্ত হয়েছেন।

অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৬০ জন, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। দুটি ল্যাবের টেস্টে মিলিয়ে ৬৩৪ জনের নমুনা পরীক্ষায় ২০৭ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।

ফয়সাল আহমেদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।