মেঘনায় আলুবোঝাই ট্রলারডুবি, নারী নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৯ জুন ২০২১

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে আলুবোঝাই ট্রলারডুবিতে বেলায়াতুন নেসা (৫২) নামের এক নারী নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার কাজিরগাঁও গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার মোল্লারচর গ্রামের আবদুল জলিলের স্ত্রী।

গজারিয়া নৌ-পুলিশের অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম বলেন, মুন্সিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী একটি ট্রলার মেঘনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় তিনজন পুরুষ সাঁতরে তীরে উঠলেও একজন নারী নিখোঁজ রয়েছেন।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।