করোনা আক্রান্ত হয়েও রোগী দেখলেন চিকিৎসক, ব্যবস্থাপত্রে আগের তারিখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:১০ পিএম, ২৯ জুন ২০২১

এক সপ্তাহ আগে প্রথমে অসুস্থতা পরে করোনাভাইরাসে আক্রান্ত—এমন অবস্থায় রোগী দেখলেন, ব্যবস্থাপত্র দিলেন একজন চিকিৎসক। ব্যবস্থাপত্রে প্রায় এক মাস আগের তারিখ ব্যবহার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারীতে। চিকিৎসক মো. শরিফুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তিনি বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা।

শরিফুল ইসলাম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি ওই কমপ্লেক্সের আবাসিক ভবনে বসবাসরত। তার স্ত্রী সাবরিনা সুলতানা একজন চিকিৎসক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চিকিৎসক শরিফুল ইসলাম প্রায় এক সপ্তাহ ধরে করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশিসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। ওই সময়ও তিনি তার সরকারি আবাসিক ভবনে রোগী দেখেছেন। শনিবার (২৬ জুন) শরিফুল ইসলাম ও তার স্ত্রী সাবরিনা দুজনেরই করোনা পজিটিভ আসে। এরপরও তিনি তার সরকারি কোয়ার্টারে নিয়মিত রোগী দেখেন। বর্তমানে রোগীর ব্যবস্থাপত্রে জুন মাসের তারিখ না দিয়ে মে মাসের তারিখ ব্যবহার করা হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান।

এমনই একটি ব্যবস্থাপত্রে দেখা যায়, নীরব নামের ১১ মাস বয়সী একটি শিশুকে তিনি দেখেছেন সোমবার (২৮ জুন)। কিন্তু চিকিৎসক তারিখ লিখেছেন ২৬ মে। ওই এলাকার বাসিন্দারা আরও জানান, সোমবার বিকেলেও ওই চিকিৎসককে বোয়ালমারী বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, তিনি তার স্বাস্থ্যগত কারণে গতকাল বাজারে গিয়েছিলেন। তিনি নিকটাত্মীয় ও পুরাতন রোগীদের দূরত্ব মেনে তার সহকর্মীর মাধ্যমে ব্যবস্থাপত্র দিয়েছেন। তিনি দাবি করেন, তার দেয়া ব্যবস্থাপত্রে কোনো তারিখ ছিল না। তার প্রতিপক্ষ কেউ ব্যাকডেটেড তারিখ বসিয়ে দিতে পারেন।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর ওই চিকিৎসককে চূড়ান্ত ভৎর্সনা করা হয়েছে। তিনি রোগী দেখা ও বাইরে বের হওয়ার কথা স্বীকার করেছেন। ভুল করেছেন বলে জানান। আগামীতে এ ব্যাপারে তিনি সতর্ক থাকবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।