স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলেন স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:৩৭ এএম, ০১ জুলাই ২০২১

দাম্পত্য কলহের জের ধরে পিটিয়ে ও শ্বাসরোধে স্ত্রী পপি রানী কুণ্ডুকে হত্যা করা হয় বলে স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন স্বামী সুবল কুণ্ডু।

বুধবার যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম জবানবন্দি গ্রহণ শেষে সুবল কুণ্ডকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। সুবল কুণ্ডু যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের কুন্ডুপাড়ার বিমল কুণ্ডুর ছেলে।

তিনি জানান, ১৮ বছর আগে মাগুরার শালিখা উপজেলার শরশুনা গ্রামের সুশান্ত কুণ্ডুর মেয়ে পপি রানীকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে তাদের। সম্প্রতি সুবল কুণ্ডু শারীরিকভাবে অক্ষম হওয়ায় তাদের মধ্যে বিরোধ হয়। গত ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রান্না ঘরের পাশে থাকা লাঠি দিয়ে পপিকে মাথায় আঘাত করেন সুবল। পপি মাটিতে পড়ে গেলে শ্বাসরোধে হত্যা করেন সুবল।

গত ২৯ জুন বাড়ি থেকে পুলিশ সুবলকে আটকের পর ৩০ জুন আদালতে সোপর্দ করে। এসময় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন সুবল। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার রেশমা শারমীন।

মিলন রহমান/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।