খাটের নিচে মিলল ১০ বিষধর সাপের বাচ্চা
যশোরের ঝিকরগাছায় সাজ্জাক হোসেন নামের এক ব্যক্তির বাড়ির একটি কক্ষের খাটের নিচ থেকে ১০টি বিষধর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার শংকরপুর ইউনিয়নের বড়পোদাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাজ্জাক হোসেন জানান, বুধবার দুপরে তার স্ত্রী ঘরের মেঝেতে একটি সাপের বাচ্চা দেখতে পেয়ে সেটাকে মেরে ফেলেন। সন্ধ্যার পরে আবার আরেকটি সাপের বাচ্চা দেখতে পান তারা। পরে খাটের নিচে একটি গর্ত খুঁজে পাওয়া যায়। স্থানীয়দের সহযোগিতায় সেই গর্ত খুঁড়ে ১০টি বিষধর সাপের বাচ্চা উদ্ধার করা হয়।
স্থানীয় গ্রামের বাসিন্দা তুষার বলেন, ‘সাপ পাওয়ায় খবর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর ওই বাড়িতে ভিড় করে বিভিন্ন বয়সী মানুষ। তবে উদ্ধার হওয়া সাপের বাচ্চাগুলো মেরে ফেলা হয়েছে।’
জামাল হোসেন/এসএমএম/জেআইএম