খুবির ল্যাবে প্রথম টেস্ট, শনাক্তের হার সাড়ে ৭২ শতাংশ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পিসিআর ল্যাবে প্রথম দিন ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭২ দশমিক ৫৩ শতাংশ।
বৃহস্পতিবার (১ জুলাই) রাতে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খুবির পিসিআর মেশিনে আজ বৃহস্পতিবার মোট ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৭৪ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের পাঁচজন, যশোরের দুইজন এবং সাতক্ষীরার দুইজন রয়েছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালে ভর্তিকৃত যেসব রোগীর করোনা পরীক্ষা না করলে ছাড়পত্র দেয়া সম্ভব হবে না তারা আজকের পরীক্ষায় প্রাধান্য পেয়েছেন। শনিবার পর্যন্ত খুমেক ল্যাব জীবাণুমুক্ত করা হবে। ফলে এই তিন দিন নিয়মিত পরীক্ষা বন্ধ থাকছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আলমগীর হান্নান/এআরএ