চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ জুন) গভীর রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন- দাইপুখিরিয়া ইউনিয়নের কসিমুদ্দিনের ছেলে লালু (২৩), একই এলাকার সফিকুল ইসলামের ছেলে সেলিম (২৪), গোলাপ বাজারের নজরুল ইসলামের ছেলে সাকিল (২০), মিরাতালু গ্রামের নওশাদের ছেলে বাবু (২৮), বিনোদপুর ইউনিয়নের আবদুল আলীমের ছেলে ফাহাদ আলী (৩০) ও বড় হাদিনগর গ্রামের আমান উল্লার ছেলে শহিদুল ইসলাম (২৫)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন বলেন, ডাকাতির প্রস্তুতিকালে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়ক থেকে চারজন এবং রোববার ভোরে ধোবড়া বাজার থেকে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম