চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-ভারতীয় রুপিসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৬ জুলাই ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফেনসিডিল, এয়ারগান, দেশীয় হাসুয়া, ভারতীয় রুপিসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো.আমীর হোসেন মোল্লা (পিএসসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার গভীর রাতে উপজেলার কানসাট গোপাননগর মোড়ের একটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার কানসাট গোপাননগর মোড় এলাকার ওমর ফারুক আলির ছেলে লিটন (২৫) ও পিরোজপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে লিটন (২৭)।

লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কানসাট এলাকায় অভিযান চালিয়ে দুই বোতল ফেনসিডিল, একটি দেশীয় হাসুয়া, একটি ডেগার, একটি এয়ারগান, দুই হাজার পাঁচশ ১০ ভারতীয় রুপি, তিনটি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়।

সোহান মাহমুদ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।