হোটেল থেকে আনা মোগলাই পরোটা খেয়ে প্রাণ গেল যমজ বোনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৬ জুলাই ২০২১

চাঁপাইনবাবগঞ্জ শহরের কালীতলা মহল্লায় হোটেল থেকে আনা মোগলাই পরোটা খেয়ে স্বর্ণা ও স্বপ্না নামে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। এ খাবার খেয়ে একই পরিবারের আরও দুজন অসুস্থ হয়ে পড়েছেন।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্বর্ণা ও দুপুর দেড়টার দিকে স্বপ্না মারা যায়। অসুস্থদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত দুই বোন ওই এলাকার সাদিকুল ইসলাম রবির মেয়ে।

সাদিকুল ইসলাম রবি জানান, সোমবার বিকেলে শহরের পুরাতন বাজার এলাকার হোটেল শাহজাহান থেকে মোগলাই পরোটা কিনে বাড়িতে পরিবারসহ তিনি খান। এরপর রাতে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন, মেয়ে স্বর্ণা (১৭) ও স্বপ্না (১৭) এবং আত্মীয় সিফাত (২০) অসুস্থ হয়ে পড়ে। তাদের সদর হাসপাতালে নিয়ে গেলে স্বর্ণা ও তার মাকে চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং স্বপ্না ও সিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বাড়ি আসার পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্বর্ণা মারা যায়। দুপুর দেড়টার দিকে স্বপ্নাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মোসা. নুরুন্নাহার নাসু বলেন, ‘স্বপ্নার ফুড পয়জন নিয়ে ভর্তি হয়। তার অবস্থা ধীরে ধীরে আশঙ্কাজনক হলে তাকে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।’

শাহজাহান হোটেলের মালিক জামাল উদ্দিন নাসের জানান, তার দোকানের মোগলাই পরোটা খেয়ে আর কেউ অসুস্থ হয়নি। তবে বিষয়টি তিনি ভিডিও ফুটেজ দেখে বলতে পারবেন আসলেই তার দোকান থেকে সেই মোগলাই পরোটা নেয়া হয়েছিল কি-না।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিন্টু রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সোহান মাহমুদ/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।