চাঁপাইনবাবগঞ্জে নতুন মাদকের সন্ধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ০৭ জুলাই ২০২১

সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সন্ধান মিলছে নিত্যনতুন মাদকের। এরসঙ্গে জড়িতদেরও আটক করা হচ্ছে। এবার নতুন একটি মাদকের সন্ধান মিলেছে চাঁপাইনবাবগঞ্জে।

নতুন এ মাদকের নাম ‘বুপ্রেনরফিন’ বলে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের কর্মকর্তারা। ‘বুপ্রেনরফিন ইনজেকশনটি’ ভারতে তৈরি বলে নিশ্চিত হয়েছে বাহিনীটি।

এ ঘটনায় মো. মাহিদুর রহমান (৪০) নামের একজনকে আটক করেছে র‌্যাব। তিনি শিবনগর কাইট্রাপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে।

rab1

বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর মুন্নাপাড়ায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন। এসময় নিষিদ্ধ মাদক ২৫০টি বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সোহান মাহমুদ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।