কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৮ জুলাই ২০২১
ফাইল ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল পৌনে ৯টার উপজেলার সদকী ইউনিয়নে ও বুধবার (৮ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে নন্দনালপুর ইউনিয়নে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সদকী ইউনিয়নের পাথরবাড়িয়া মজিবুর রহমান হাইস্কুলের সহকারী শিক্ষক ও নন্দনালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল গ্রামের মৃত হিসাব উদ্দিনের ছেলে হাসিম উদ্দিন (৫৫) এবং সেরকান্দি এলাকার মৃত মুনছের প্রমাণিকের ছেলে টিপু প্রামাণিক (৪৫)।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পেশায় ভ্যানচালক টিপু প্রামাণিককে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কস্থ ময়েনমোড়ে এলাকায় অজ্ঞাত নামা একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রাতে টহলর পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে বৃহস্পতিবার সকালে লাটাহাম্বার (ইঞ্জিনচালিত ট্রাক) চাপায় স্কুলশিক্ষক হাসিম উদ্দিন নিহত হন। এ ঘটনায় পুলিশ লাটাহাম্বারটি জব্দ করেছে।

আল-মামুন সাগর/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।