খুমেক ল্যাবে আরও ১০৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৮:২৬ এএম, ০৯ জুলাই ২০২১
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের পিসিআর মেশিনে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ১১৬টি নমুনা পরীক্ষায় নতুন করে ৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ৪৫ জন, যশোরের পাঁচজন, সাতক্ষীরা, নড়াইল, মাদারীপুর ও পিরোজপুরে একজন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৯৪ শতাংশ।

আলমগীর হান্নান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।