পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ আর্জেন্টিনা সমর্থকদের বিজয় মিছিল
কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। এই জয়ের আনন্দে রাজশাহীতে চলমান কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে বিজয় মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়ে একদল আর্জেন্টিনা সমর্থক। পরে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান তারা।
রোববার (১১ জুলাই) সকালে খেলা শেষ হওয়া মাত্রই রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, খেলা শেষে জয় নিশ্চিত হলে রাজশাহীর আলুপট্টিমোড়ের পদ্মা নদীর পাড়ে একত্রিত হন বেশ কিছু আর্জেন্টিনা সমর্থক। পরে প্রিয় দলের পতাকা হাতে নেচে গেয়ে বিভিন্ন বাদ্য বাজিয়ে বিজয় মিছিল নিয়ে বড় রাস্তার দিকে অগ্রসর হন তারা। তবে আলুপট্টির কাছাকাছি আসতেই গলির মুখে উপস্থিত হয় পুলিশের গাড়ি।
একসঙ্গে অনেক লোকের সমাগম দেখে পুলিশ বাধা দেয় তাদের। এতে বিজয় মিছিলে থাকা আর্জেন্টাইন সমর্থকরা পুলিশের তাড়ায় দিগ্বিদিক ছুটতে থাকে। মুহূর্তের মধ্যে রাস্তা ফাঁকা হয়ে যায়।
এ বিষয়ে আরএমপি পুলিশের উপ-কমিশনার ও নগর মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, করোনা রোধে কঠোর বিধিনিষেধ চলছে। এ সময় লোক সমাগম নিষিদ্ধ। এছাড়া বিধিনিষেধে বলা আছে- কোনো ধরনের সভা-সমাবেশ ও জমায়েত করা যাবে না। পুলিশ নিয়ম পালন করেছে মাত্র।
তিনি আরও জানান, আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে সারা নগরীতে তৎপর রয়েছে পুলিশ।
ফয়সাল আহমেদ/এসজে/জিকেএস