বরিশাল বিভাগে একদিনে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ১১:৩৬ এএম, ১২ জুলাই ২০২১
ফাইল ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে পজিটিভ হয়েছেন ৫৭৫ জন।

সোমবার (১২ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সোমবার সকাল ৮টা থেকে গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি ও বরগুনায় একজন করে এবং শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে করোনার উপসর্গ নিয়ে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে একদিনে বিভাগে গত ১০ জুলাই সর্বোচ্চ সংখ্যক রোগী মৃত্যু রেকর্ড ছিল ১৫ জনের।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরচিালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় এক হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৭৫ জন পজিটিভ হয়েছে।

সাইফ আমীন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।