যশোরে আক্রান্ত-উপসর্গে ১৭ জনের মৃত্যু
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। অন্য পাঁচজন উপসর্গে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে পজিটিভি হয়েছেন আরও ৩১১ জন।
সোমবার (১২ জুলাই) যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৯৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৩১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ১৭ জন। তাদের মধ্যে আ্ক্রান্ত ১২ ও উপসর্গে পাঁচজন রয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আরিফ আহমেদ জানিয়েছেন, করোনা রোগীদের জন্য নির্ধারিত রেড ও ইয়েলো জোনে মোট ২২৮ রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রেড জোনে ভর্তি রয়েছেন ১৬২ এবং ইয়েলোতে ৬৬ জন।
মিলন রহমান/এএইচ/এএসএম